অপ্রয়োজনে রাস্তায় বের হলেই শাস্তি দেওয়া হবে - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Tuesday, May 19, 2020

অপ্রয়োজনে রাস্তায় বের হলেই শাস্তি দেওয়া হবে


সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ আজ থেবে রাজশাহীতে অপ্রয়োজনে রাস্তায় বের হলেই দাঁড় করিয়ে রেখে শাস্তি দেওয়া হবে। আজ মঙ্গলবার সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা  অপ্রয়োজনে রাস্তায়  বের হলেই এভাবে শাস্তি দিয়ে রাস্তায় থাকা মানুষকে ঘরে পাঠানোর চেষ্টা করছেন। সকালে শহর ঘুরে দেখা গেছে, নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে জিরোপয়েন্ট পর্যন্ত রাস্তার তিন স্থানে পথ আটকাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। কিন্তু তবুও মানুষের বাজারমুখী স্রোত থামানো যাচ্ছে না।

 এ অবস্থায়নগরীরসাহেববাজার এলাকায় খুব প্রয়োজন ছাড়া যাকে দেখা যাচ্ছে তাকেই রাস্তায় ১৫-২০ মিনিট দাঁড় করিয়ে রাখা হচ্ছে। পরে তাদের বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে।
ভিড়ে নয় নীড়ে থাকুন সুস্থ থাকুন।

No comments:

Post a Comment