
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ ঘূর্ণিঝড় আম্পানে রাজশাহীতে ব্যাপক ক্ষতি হয়ছে। বিশেষ করে আম, লিচু, কাঠাল, সবজি ফসল, ধান, কলা, ভুট্টাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাত তিনটার দিকে থেকে ঝড় আর বৃষ্টিতে এ ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে রাজশাহীর বিভিন্ন এলাকার বাসিন্দারা।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহীতে গতকাল সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পরে বেলা ১১ টার দিকে শুরু হয় অনেকটা ঝড়ো হওয়া। সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত হতে শুরু করে। এ কারণে সকাল থেকেই রাজশাহীতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। তবে রাত ৯ টা থেকে গোটা রাজশাহীর অধিকাংশ এলাকায় নেমে আসে অন্ধকার। এরপর থেকে ভোর ৫টায় এ রিপোর্ট লেকার সময়ও বিদ্যুৎ ছিল না নগরীসহ গোটা রাজশাহীতে।
রাজশাহী নগরীসহ সবকটা উপজেলার কোথাও বিদ্যুৎ ছিল না এ রিপোর্ট লেখা পর্যন্ত। রাত ১০টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে মশুলধারে বৃষ্টি শুরু হলে একেবারে অন্ধকার নেমে আসে গোটা রাজশাহীতে।
এদিকে রাত ১১ টার পর থেকে বাতাসের গতিবেগ আরও বাড়তে থাকে। শ শ শব্দ হতে থাকো চারুদিকে। এসময় বৃষ্টিও হতে থাকে মশুলধারে।
No comments:
Post a Comment