মো.সবুজ পাটোয়ারী, নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের কৃতি সন্তান জনাব রাজীব আহমেদ রাজু উপজেলার অন্তর্গত নভেল করোনা ভাইরাস প্রতিরোধে সার্বক্ষণিক নিরলসভাবে কাজ করা সকল পুলিশ সদস্য, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী,স্থানীয় প্রশাসন,ইউএনও এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক কর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে। তিনি বলেন সাম্প্রতিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে কচুয়াতে তাদের বিশেষ ভূমিকা লক্ষনীয়। তাদের দিন-রাত অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে কচুয়ার সাড়ে তিন লক্ষ সাধারন জনগন এখনো সুরক্ষিত রয়েছে।
বিশেষ করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ওয়ালী উল্যাহ অলি স্যার,স্থানীয় প্রশাসন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন তাদের দুর্দান্ত কার্যক্রম ও দিক নির্দেশনার জন্য। সাংবাদিক কর্মীদের সার্বক্ষণিক মাঠে থেকে সংবাদ সংগ্রহ করেও করোনার বিরুদ্ধে লড়াই করেছে বলে তিনি উল্লেখ করেন। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কচুয়ায় কর্মরত সকল ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্স এবং চিকিৎসকদের প্রতি। তাদের এই মহান পরিশ্রম এবং আত্নত্যাগের কথা জাতি কখনোই ভুলতে পারবে না।

No comments:
Post a Comment