
মোঃ আহসান হাবীব সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কালের স্বাক্ষীবহনকারী ব্রম্মপুত্র নদীর তীরে গড়ে উঠা সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো বোররচর ইউনিয়ন। কালপরিক্রমায় আজ বোররচর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলা ধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। ৩নংবোররচর ইউনিয়ন পরিষদ এর আয়তন ৩৩.০৫(বর্গ কি: মি:)। মোট লোক সংখ্যাঃ২৯৬৬৩,পুরুষঃ ১৫৬৩২,মহিলাঃ ১৪০৩১। গ্রামের সংখ্যা -১৩টি। দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে,চরাঞ্জলের রবি শষ্য ও আবাসন। ব্রম্মপুত্র নদের তীরে অবস্থিত মনোরম পরিবেশে বোররচর ইউনিয়ন।
আদর্শ ইউনিয়ন বিনির্মাণের লক্ষে ময়মনসিংহের সদর উপজেলার ৩নং বোররচর ইউনিয়নের কতিপয় শিক্ষিত তরুণদের স্বপ্ন অনলাইন /মাঠ পযার্য়ে একটি অরাজনৈতিক সেবামূলক প্লাটফর্ম তৈরী করতে বোররচর হেল্প লাইন নামে সংগঠন করে। এটি ৫শে আগস্ট ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়।বোররচর ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় নিয়ে কিছু দীর্ঘকালীন প্ল্যান এর আওতায় এনেছে সংগঠন টি। সকল সরকারি,বেসরকারি প্রতিষ্ঠানের আঙিনায় ফুলের বাগান গড়ে তোলা হবে, রাস্তার খালি জায়গাগুলোতে ওষধি গাছ ও বৃক্ষরোপন গড়ে তুলা ,নিজের বাড়ির আঙিনা নিজে সব সময় পরিষ্কার রাখব"এই স্লোগান নিয়ে কর্মসূচি গ্রহণ করা হবে এবং বাস্তবায়ন করা হবে, সকল বাড়ি বাড়ি ময়লা আবজর্না রাখার জন্য একটি করে ঝুঁড়ির ব্যবস্থা করা হবে, ব্রম্মপুত্র নদীর পাড়ে গাছ লাগিয়ে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, দারিদ্র্য দূরীকরণের জন্য অসহায় মানুষের তালিকা প্রণয়ন করা, শিক্ষা আমাদের প্রধান সমস্যা, প্রথম কাজ ১০০% শিক্ষা নিশ্চিত করা। প্রতিটি গ্রামে শিক্ষিত তরুনদের নিয়ে কমিটি করে এবং নিশ্চিত করে প্রতিটি শিশু যেন স্কুলে যায়, কমিউনিটি ক্লিনিক বা হাসপাতালগুলিকে সহযোগিতা করে এবং মাসে একটি করে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করা,বাল্য বিবাহ, নারী নির্যাতন এবং যৌতুক বিরোধী সমাজের এই অনাচারগুলি নিরোধ করা, মাদক ও জুয়া নিরোধ করে বোররচর ইউনিয়ন কে বাংলাদেশের প্রথম মাদক ও জুয়াহীন ইউনিয়ন গঠন করা, কর্মমুখী শিক্ষা এবং কর্মসংস্থান নির্ভর গ্রামীণ অর্থনীতি গঠন করা, কৃষি, তথ্য, প্রযুক্তি, খেলা ধুলা, সুষ্ঠ এবং সুন্দর বিনোদন নিশ্চিত করা ইত্যাদি কাজ নিশ্চিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন হেল্পলাইনের এডমিন প্যানেলরা।তারা আরো বলেন ২০৩০ সালের মধ্যে বোররচর ইউনিয়ন কে বাংলাদেশের রোল মডেল হিসাবে গড়ে তুলা হবে। ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলার জন্য বোররচর হেল্পলাইন সংগঠনকে ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক,পেশাজীবি,চাকরীজীবি, শিক্ষক,ব্যবসায়ী, ডাক্তার, হুজুর ও স্হানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ সহযোগিতা ও সব সময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
No comments:
Post a Comment