মহানগর আ'লীগ সাধারণ সম্পাদকের পক্ষে কৃষকের ধান কেটে দিল মহানগর যুব শ্রমিকলীগ - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Saturday, May 16, 2020

মহানগর আ'লীগ সাধারণ সম্পাদকের পক্ষে কৃষকের ধান কেটে দিল মহানগর যুব শ্রমিকলীগ


মোঃ আহসান হাবীব সিনিয়র স্টাফ রিপোর্টা,দৈনিক নতুন সংবাদঃ ”কৃষক বাঁচলে, বাঁচবে দেশ” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ মহানগর আ'লীগের সাধারণ সম্পাদক মোহিত ঊর রহমান শান্তর  নির্দেশনায়  মহানগর যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক   মোফাজ্জল হোসেন সাগরের  নেতৃত্বে
 একঝাঁক    নেতাকর্মী  কৃষকদের মুখে হাসি ফুটাতে কৃষকদের জন্য করোনা ঝুঁকির মধ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

করোনাভাইরাসে কারণে শ্রমজীবীদের কাজ বন্ধ থাকায় ময়মনসিংহে বিপাকে পড়েছে অসহায় কৃষক। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যার স্থান থেকে করোনাভাইরাসের কারণে দেশে লকডাউন থাকায় অসহায়, মধ্যবিত্ত, শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে মহানগর আ'লীগের  সাধারণ সম্পাদক মোহিত ঊর রহমান শান্তর অনুপ্রেরণায়  মহানগর যুবশ্রমিকলীগের  এক ঝাঁক নেতাকর্মী অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে ।

এ বিষয়ে মোফাজ্জল হোসেন সাগর সাংবাদিকদের জানান, শ্রমিক সংকটে পাকা ধান কাটতে কৃষকের অসুবিধার কথা জেনে আমরা যুবশ্রমিকলীগের নেতা কর্মীরা  কৃষকের পাকা ধান কেটে  দিয়েছি।তিনি আরো বলেন,  শান্ত ভাই ময়মনসিংহ বাসীর জন্য অনেক কাজ করছেন। তাবে তার নির্দেশে যুবশ্রমিকলীগের  নেতারা
 যেকোনো সংকটে সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে ।এছাড়া ও  শান্ত ভাই এর         নির্দেশনায় বিভিন্ন সময় অসহায় জনসাধারণের মাঝে ত্রাণ বিতরন সহ খাবার বিতরন করা হয়েছে ।

No comments:

Post a Comment