সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তা সহ ১২ জন করোনায় আক্রান্ত - দৈনিক নতুন সংবাদ

Breaking

a

Saturday, May 30, 2020

সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তা সহ ১২ জন করোনায় আক্রান্ত


আমিনুল ইসলাম হিরোঃ সিরাজগঞ্জে  জেলায় গত ২৪ ঘন্টায় পুলিশ কর্মকর্তা সহ   নতুন  ১২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন। এর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ছয় জন, রায়গঞ্জ উপজেলায় ২ পুলিশ কর্মকর্তা সহ চার জন, বেলকুচি উপজেলায় এক জন ও শাহজাদপুর উপজেলায় একজন রয়েছেন। রায়গঞ্জ উপজেলার মধ্যে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা ও এএসআই রায়হান আলী রয়েছেন।

৩০ মে শনিবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবীর এতথ্য নিশ্চিত করেছেন। রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শামীমুর রহমান বলেন, রায়গঞ্জে চার জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুজন পুলিশ অফিসার ও দুজন ঢাকা ফেরত গার্মেন্টসকর্মী। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বর্তমানে তারা স্বাভাবিক রয়েছেন। তাদের অবস্থার অবনতি হলে আইসোলেশন সেন্টারে রাখা হবে।

No comments:

Post a Comment