আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানায় বিএনপিপন্থী চিকিৎসকদের ওই সংগঠনটি। এতে স্বাক্ষর করেন সংগঠনাটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম।
প্রসঙ্গত, মরণঘাতী করোনাভাইরাসের আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য এন-৯৫ মাস্ক দেওয়ার কথা থাকলেও তাদের সাধারণ মাস্ক সরবরাহ করা হয়। পরে গত শুক্রবার বিষয়টি ভুলবশত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বীকার করে স্বাস্থ্য অধিদপ্তর।
ড্যাবের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি উল্লিখিত দাবি করা হয়। সেইসঙ্গে ওই ঘটনাকে ‘দুর্নীতি ও অপকর্ম’ হিসেবেও উল্লেখ করা হয়।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারীরা বলেন, ‘তাদের (স্বাস্থ্য অধিদপ্তর) কথিত ভুলের কারণেই এখন শতাধিক চিকিৎসকসহ প্রায় ৩০০ স্বাস্থ্যকর্মী কোডিভ-১৯-এ সংক্রমিত হয়েছেন। এ ছাড়া পাঁচ শতাধিক স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টাইনে এবং এক জন মেধাবী চিকিৎসক প্রাণ হারিয়েছেন। তারা মনে করেন, এটি ভুল না, বরং স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের দুর্নীতির বহিঃপ্রকাশ মাত্র।’
তারা আরো বলেন, ‘ওই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মাধ্যমে মানুষকে ধোঁকা দিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করা হয়েছে।’
বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা না হলে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে জনতার আদালতেই তাদের বিচার করবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বিবৃতিতে।
Sunday, May 10, 2020
New
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে
About Daily notun songbad.com
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
recent
Labels:
randomposts,
recent
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment