সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুারো: সুপার সাইক্লোন ‘আমপান’এর প্রভাব শুরু হয়ে গেল রাজশাহী শহরজুড়ে। সকাল থেকেই শুরু হয়ে গেল ঝিরঝিরে বৃষ্টি। আবহবিদরা জানাচ্ছেন, সময় যত এগোবে, বৃষ্টি আরও বাড়বে। অন্য দিকে শহরের বিভিন্ন এলাকায় প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে।
এদিকে গতকাল থেকে রাজশাহী শহরে কঠোর অবস্থানে নেমেছে প্রশাষন। করোনার প্রভাবে লকডাউন ঘোষনার পরও যখন মানুষ সেচ্ছা চারিতা করে বাজারে বিনা প্রয়োজনে ঘুরফির করচ্ছিল তখন রাজশাহী ডিসি কঠোর হতে বলে প্রশাষন কে।আর এর মধ্য আমপান এর আগমন। বৃষ্টিতে ডিউটি করতে হিমসিম খাচ্ছে পুলিশ,সেরাবাহিনী সহ আইন সৃঙ্খলাবাহিনী।
নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে যাচ্ছে আমাদের দেশের পুলিশ বাহিনী। সম্প্রতি করোনাকালীন পুলিশের ভুমিকা প্রশংসনীয়। তাদের এই মানবিক কাজ আমাদের শক্তি যোগায়, আশার আলো দেখতে পাই আমরা।
রাত কিংবা দিন, ঝড় অথবা বৃষ্টি উপেক্ষা করে ছুটে চলছে পুলিশ। ছুটি নেই তবুও তাদের অবিরাম ছুটে চলা। মানুষের সচেতন করতে, এই দেশকে করোনার থাবা থেকে রক্ষা করতে তাদের এই বিরামহীন মানবিক কাজ সারাদেশে পুলিশকে নতুন করে চিনতে শিখিয়েছে। আমরা যখন আমাদের পরিবার নিয়ে রাতে ঘুমাই, তারা তখন পরিবার ছেড়ে র্নিঘুম রাত কাটায়।
আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বিপদে বন্ধুর নামই পুলিশ।। আমরা উপলব্ধি করেছি দুঃসময়ে হাল ধরা এক নাবিক পুলিশ।
আজ সকালে বেলপুকুর এ বৃষ্টিতে ভিজে শহরের নিরাপত্তাই দ্বায়িত্ব পালন করছিলেন এক ঝাক পুলিশ বাহিনী ও সার্জেন্ট মো: আবু শহীদ।
সার্জেন্ট মোঃআবু শহীদ বলেন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু বিবিন্ন উপজেলা থেকে মানুষজন শহরে আসছে কেউবা প্রয়োজনে আবার কেউ বিনা কারনে।গত কাল থেকে ডিসি স্যার এর নির্দেশে আমরা কঠোর ভাবে দ্বায়িত্ব পালন করছি। বিনা প্রয়োজনে জারা শহরে আসচ্ছে তাদের শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। বৃষ্টির কারনে একটু অসুবিধা হচ্ছে কিন্তু দেশ ও জনগনের কথা চিন্তা করে এই কষ্টোটুকু মেনে নিয়েছি।
আশা করি একদিন করেনার হাত থেকে রক্ষা পাবে পুরো বিশ্ব।
আর এর সার্জেন্ট আব্দুল কাউম দ্বায়িত্ব পালন করছিলেন কাশিয়াডাঙ্গাতে।তিনি বলেন সামনে ঈদ তাই ঈদের কিনা কাটা করার জন্য শহরে আসচ্ছে অনেকে।এতে শহরে করোনার ঝুকি বারচ্ছে।মানুষ জন এখনও সচেতন হচ্ছে না। এদের শহরে প্রবেশদ্বার থেকে ফেরত পাঠানো হচ্ছে।বৃষ্টিতে ডিউটি করা কষ্টদায়ক কিন্তু এটা আমার কর্তব্য।বৃষ্টি কিনবা রোদ আমার কর্তব্য আমাকে পালন করতে হবে।মনে রাখতে হবে পুলিশ সব সময় জনগনের সেবাই নিয়োজিত।
No comments:
Post a Comment